সব খবর সবার আগে
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খেলা

রিশাদ ঝড়ে লঙ্কানদের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আজ ছিল তৃতীয় ম্যাচ। শ্রীলংকার বিপক্ষে ২৩৬ রানের টার্গেটে মাঠে নেমে চার উইকেটে জিতল টাইগাররা। কনকাশন বদলি হিসেবে নেমে তানজিদ হাসান তামিম খেলে দিলেন ৮১ বলে ৮৪ রানের মারকুটে ইনিংস। তারপরও সিরিজ নির্ধারণী ম্যাচে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ।

0 65

১৩০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল টাইগাররা। সেখান থেকে মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজের জুটি। মিরাজ আউট হওয়ার পর আবারও শঙ্কা। সেই শঙ্কা কেটে গেলো রিশাদ হোসেনের শেষ সময়ের টর্নেডো ইনিংসে।

১৮ বলে ৪৮ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয়ের পথ গড়ে দিয়েছেন লোয়ার অর্ডারের রিশাদ। শ্রীলঙ্কাকে ৪ উইকেট আর ৫৮ বল হাতে রেখে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।

দিনের আলোয় খেলা হওয়ায় চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। ১৫ রানে খায় দ্বিতীয় ধাক্কা। সেখান থেকে ১১৭ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা। ব্যর্থ হন ওপেনার পাথুন নিশাঙ্কা (১) ও আভিস্কা ফার্নান্দো (৪)। রান পাননি সাদেরা সামারাবিক্রমাও (১৪)। দলটির হয়ে পাঁচে নামা লিয়ানাগে খেলেন ১০২ বলে ১০১ রানের ইনিংস। তার ব্যাট থেকে ১১টি চার ও দুটি ছক্কার শট আসে। এছাড়া অধিনায়ক কুশল মেন্ডিস চাপে দাঁড়িয়ে ২৯ ও সহ অধিনায়ক চারিথা আশালঙ্কা ৩৭ রান করেন।

জবাব দিতে নেমে শুরুতে দুই টপ অর্ডার ব্যাটার এনামুল হক ও নাজমুল শান্তকে হারায় বাংলাদেশ। এনামুল ১২ রান যোগ করলেও তানজিদের ঝড়ো ব্যাটিংয়ে ৫০ রানের জুটি হয় তাদের। এরপর ফিরে যান শান্ত (১)। তানজিদের সঙ্গে ৪৯ রান যোগ করে হৃদয় ফিরে যান ২২ রান করে। এরপর মাহমুদউল্লাহ ১ রানে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। ওই চাপ থেকে পুরোপুরি দলকে উদ্ধার করতে পারেননি ভালো ব্যাটিং করা তানজিদ। তিনি ৮১ বলে ৮৪ রান করে আউট হন। তার ব্যাট থেকে নয়টি চার ও চারটি ছক্কার শট আসে। ১৩০ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

সর্বশেষ খবর এবং আপডেটের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন। আপনি যেকোনো সময় বন্ধ করতে পারবেন।

Loading...

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান। হ্যাঁ, আমি সম্মতি দিচ্ছি। বিস্তারিত