সব খবর সবার আগে
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাহিত্য

আর ক’টা দিন

0 1,371

আমি আর ক’টা দিন থাকতে চাই
তোমাদের মাঝে, সৃষ্টির সাজে।

আর ক’টা দিন গাইতে চাই
তারুণ্যের গান, তরু মন প্রাণ।

আর ক’টা দিন বাঁচতে চাই
মোহমায়ায়, মহাজাগতিক স্নিগ্ধতায়
আর ক’টা দিন ভাবতে চাই-
সমুদ্রের সরলতা,আকাশের বিশালতা।

আর ক’টা দিন স্বপ্ন সাজাতে চাই, রাঙাতে চাই
শোষিতের চোখে, অবহেলিতের বুকে
আর কটা দিন দুঃখ বইতে চাই
না পাওয়ার বেদনা সইতে চাই।

রিক্তের পক্ষে, পরাজিতের হয়ে
আর ক’টা দিন পরীক্ষা দিতে চাই
যে পরীক্ষা বাঁচতে শেখায়, স্বপ্ন দেখায়

আর ক’টা দিন খুঁজতে চাই, আলোর খোঁজ
অন্ধকার দূরীভূত হবে, হররোজ।

আর ক’টা দিন, কাটুক না
আশা ভরসায়, অসীম কল্পনায়
অবারিত বাসনায়, নির্লিপ্ত কামনায়
পৃথিবীর সীমানায়, পরজগতের ভাবনায়।

সর্বশেষ খবর এবং আপডেটের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন। আপনি যেকোনো সময় বন্ধ করতে পারবেন।

Loading...

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান। হ্যাঁ, আমি সম্মতি দিচ্ছি। বিস্তারিত