সব খবর সবার আগে
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাতীয়

রাজধানীতে রোটারি ক্লাব অব অ্যারোমা ঢাকার দশম ইনস্টলেশন উদযাপন

রাজধানীতে দ্য রোটারি ক্লাব অব অ্যারোমা ঢাকার দশম ইনস্টলেশন উদযাপন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকার ইস্কাটন গার্ডেনের পুলিশ কমিউনিটি হলে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হোসেন।

0 1,095

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২০২৩-২৪ মেয়াদের ডিস্ট্রিক্ট গভর্নর, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ মো. আশরাফুজ্জামান নান্নু। এছাড়া উপস্থিত ছিলেন পিজিডি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, পিজিডি শ্যাম শওকত হোসেন, আইপিজিডি ইঞ্জিনিয়ার এমএ ওয়াহাব, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট ডিজিই হাফিজ ইউ বিপ্লব, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি আরিফুল হক জেবটিকসহ গণ্যমান্যরা ও রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১-এর ডিস্ট্রিক্ট সেক্রেটারিয়েটের সদস্যরা।

রোটারি ক্লাব অব অ্যারোমা ঢাকার ২০২০-২১ মেয়াদের সাবেক প্রেসিডেন্ট অতিরিক্ত কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলী এ অনুষ্ঠানের ইনস্টলেশন চেয়ার হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন। ২০২২-২৩ মেয়াদের প্রেসিডেন্ট ডেপুটি পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি তার রোটারি বছরের কর্মকাণ্ড উপস্থাপন এবং এ মেয়াদের প্রেসিডেন্ট অতিরিক্ত কর কমিশনার রোকসানা তাবাচ্ছুমকে রোটারি কলার প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০২৩-২৪ মেয়াদের প্রেসিডেন্ট ও তার বোর্ড অব ডিরেক্টরদের দায়িত্ব প্রদান করেন।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন ও অ্যারোমা ঢাকার আয়োজনে ‘ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস সেমিনার’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক উপস্থাপনা করেন দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আয়েশা সিদ্দিকা শেলী। চিকিৎসা বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন ড. সাথী খানম ও ড. মিতুল রহমান তানিয়া। দ্য ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন বাংলাদেশের আপামর নারীদের স্তন ক্যান্সার সচেতনতা ও নারী স্বাস্থ্য নিয়ে বাংলাদেশব্যাপী কাজ করে যাচ্ছে। স্তন ক্যান্সার চিকিৎসার অগ্রগতি সচেতনতা, দ্রুত শনাক্তকরণ থেকে শুরু করে সর্বাধুনিক রোগ নির্ধারণ ও চিকিৎসা সংক্রান্ত অত্যন্ত জরুরি বিষয়ে বক্তব্য দিয়ে প্রশ্নোত্তর প্রদান করেন চিকিৎসকরা।

সর্বশেষ খবর এবং আপডেটের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন। আপনি যেকোনো সময় বন্ধ করতে পারবেন।

Loading...

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান। হ্যাঁ, আমি সম্মতি দিচ্ছি। বিস্তারিত