সব খবর সবার আগে
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইন ও আদালত

সাংবাদিকদের উপর পুলিশী হামলার ঘটনায় বিজেসি’র নিন্দা ও প্রতিবাদ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণকে কেন্দ্র করে আইনজীবী সমিতি মিলনায়তনে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এসময় গণমাধ্যম কর্মীরা এ সংবাদ সংগ্রহে সেখানে গেলে তাদের উপর পুলিশ আচমকা হামলা চালায়। আজ ১৫ মার্চ ২০২৩ (বুধবার) এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

0 1,022

গণমাধ্যম কর্মীদের সঙ্গে পরিচয়পত্র,মাইক্রোফোন এবং ক্যামেরা থাকায় তাদের না চেনার কোনো কারণ নেই। তারপরও তাদের উপর হামলার পাশাপাশি পুলিশ সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।হামলায় আহত সাংবাদিকরা হলেন- এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার এস এম নূর মোহাম্মদ, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ফজলুল হক মৃধা, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপার্সন হুমায়ুন কবির, সময় টিভির ক্যামেরাপার্সন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপার্সন মেহেদী হাসান মিম ও বৈশাখী টিভির ক্যামেরাপার্সন ইব্রাহিম।

শুধু হামলাই নয়; দুজন ক্যামেরাম্যানকে আটকে রাখে পুলিশ। পরে তাদের উদ্ধার করা হয়। এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের এ ধরনের আচরণ অত্যন্ত নিন্দনীয় এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা। দেশের সম্প্রচার সাংবাদিকের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ভবিষ্যতে যাতে এ রকম না ঘটে তা নিশ্চিত করতে উর্ধতন কর্তৃপক্ষের কাছে দাবী করছে।

সর্বশেষ খবর এবং আপডেটের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন। আপনি যেকোনো সময় বন্ধ করতে পারবেন।

Loading...

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান। হ্যাঁ, আমি সম্মতি দিচ্ছি। বিস্তারিত