সব খবর সবার আগে
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাহিত্য

সমাজের পরিক্রমা

0 1,149

বই ভালো লাগে না, বই আমি পড়ি না
লেখাপড়া ভালো না, আমারে তো টানে না
মন আমার বসে না, পড়তে আমি পারি না
কবিতা ভালো না, উপন্যাস টানে না।

ধৈর্য্য আমি ধরি না, অস্থিরতা ছাড়ে না
মন আমার বসে না, কবিতা আমায় ভাবায় না
গল্প আমায় কাদায় না, ভালো কিছু খুঁজি না
লিখতে আমি পারি না, সময় কিন্তু ভালো না।

লিখার মূল্য দেই না, অমরত্ব চাই না
ভালো কাজের মূল্য নাই, বেহুদা গান গাই
বৃষ্টি হয় ধরাধামে, তবু শান্ত হয় না,প্রশান্তি পায় না
গুণগান গায় না, মনীষী জন্ম নেয় না।

সবাই অশান্ত, ছুটন্ত ,
মৃত্যুর পথে বাড়ন্ত
জীবন নয় যে অফুরন্ত
একদিন যে হবো শান্ত।

তবু কেউ বোঝে না, থামতে কেউ জানে না
রহমতের দীক্ষা নেয় না, চায় শুধু,পায় না
জানি তবে মানি না, সুখ তবু খুঁজি না
অপ্রাপ্তির সীমানা, দুঃখ কষ্ট ছাড়ে না।

গন্তব্য অজানা, মুখগুলো অচেনা
যাবো, কিন্তু পাবো না, নেই শেষ ঠিকানা
ভেবে কিন্তু কাদি না
অসহায় মানব সত্তা, এখানেই শেষ না।

সর্বশেষ খবর এবং আপডেটের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন। আপনি যেকোনো সময় বন্ধ করতে পারবেন।

Loading...

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান। হ্যাঁ, আমি সম্মতি দিচ্ছি। বিস্তারিত