সব খবর সবার আগে
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খেলা

অঘোষিত ফাইনালে বাংলাদেশ দলের সম্ভব্য একাদশ

চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে জেতার সুযোগ ছিল নাজমুল হোসেন শান্তদের। সেই সুযোগ হাতছাড়া হাওয়ায় শেষ ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে তাদের। উভয় দল ১-১ ম্যাচ জেতায় শেষ ম্যাচ ফাইনালের রূপ নিয়েছে। ব্যাটিংয়ে ব্যর্থতার কারণে তৃতীয় ম্যাচে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস।

0 53

তবে চট্টগ্রামে ফ্রেশ উইকেটে রান ভালো হয়। শুরুতে ব্যাটিং করা দলের সামনে বড় রান করার সুযোগ থাকবে। টস ভাগ্যের দিকে তাকিয়ে সিরিজ নিশ্চিত করার ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ।

এখন প্রশ্ন হলো— সৌম্যর সঙ্গে ওপেন করবে কে? দলে যুক্ত হতে পারেন এনামুল হক বিজয়। সৌম্য সরকার ও এনামুল নামতে পারেন প্রথমে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটের জয়ে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরেছেন সফরকারীরা। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ওপেনার লিটন দাস। দুবারই রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকেই ছিটকে গেলেন ক্ল্যাসিক এ ব্যাটার।

মূলত স্কোয়াডে থাকা অন্য দুই ওপেনারকেও পরখ করে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। আর শেষের দিকের বিষয়টি বিবেচনায় জাকেরকে স্কোয়াডে নেওয়া হয়েছে।

এর আগে লংকানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছেন জাকের। এই সিরিজের প্রথমটিতে ৩৪ বলে ৬৮ রানের মারকাটারি এক ইনিংস খেলেছিলেন তিনি। এর সুবাদে এবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন জাকের।

এদিকে স্কোয়াড থেকে বাদ পড়ার পর আজই ঢাকায় ফিরছেন লিটন। এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও একবার বাদ পড়েছিলেন উইকেটকিপার এ ব্যাটার। অন্যদিকে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে জাকেরের।

লিটনের বাদপড়া প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ভাষ্য— লিটনের জায়গায় নতুন করে কোনো ওপেনারের প্রয়োজনীয়তা অনুভব করিনি। আমরা এই প্রক্রিয়ায় অধিনায়ক ও কোচের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের জায়গায় দলে মিডল-অর্ডারে কাউকে যদি যুক্ত করা যায়, সেখানে একটি ফাঁকা জায়গা আছে। সেখানে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জাকের আলী উপযুক্ত মনে হচ্ছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, জাকের আলী, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

সর্বশেষ খবর এবং আপডেটের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন। আপনি যেকোনো সময় বন্ধ করতে পারবেন।

Loading...

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান। হ্যাঁ, আমি সম্মতি দিচ্ছি। বিস্তারিত