সব খবর সবার আগে
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাহিত্য

“আশাজাগানিয়া”

0 1,982

আমি সেদিনের গান গাই,
যেদিন কোনো পাপ পঙ্কিলতা নাই
সেদিনের মায়া বেড়াই,
যেদিন দুঃখ কষ্টের স্পর্শতা ছাড়াই
সেদিনের আশা জাগাই
যেদিন গ্নানি অভিসম্পাত নাই
যেদিন তুমি আমি পাশাপাশি স্বপ্ন সাজাই,
সেদিনের ছায়া আঁকাই
যেদিন আকাশ পাতাল ধরণিতল উন্মাতাল,
সেদিন প্রশান্তির হাত বাড়াই
ধরণী মাঠ ঘাট ফেটে চৌচির,
আমি বৃষ্টির সুবাস ছড়াই
তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ,
আমি স্নিগ্ধ শীতল হাওয়া জাগাই
অচিন্ত্য কুচিন্তা গ্রাস করেছে,
আলোর পথ দেখাই, স্বপ্ন রঙাই
অহেতুক হানাহানি,তীব্র আক্রোশ,
শান্তির বার্তা পাঠাই
ভুল বোঝাবুঝি, কলঙ্কিত মন,
মায়া ছড়াই, মায়া বাড়াই
যেদিন পৃথিবী বিলীনের পথে,
নব উল্লাসে বাঁচতে শিখাই,
পৃথিবীবাসির আর্তনাদ কান্না,
আশা জাগানিয়া ভালোবাসা সাজাই,
স্বপ্ন রাঙাই, দুই দিনের এ দুনিয়ায়
যেদিন পৃথিবী ধ্বংস হবে, ক্ষমা চাই।

সর্বশেষ খবর এবং আপডেটের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন। আপনি যেকোনো সময় বন্ধ করতে পারবেন।

Loading...

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান। হ্যাঁ, আমি সম্মতি দিচ্ছি। বিস্তারিত