সব খবর সবার আগে
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাতীয়

কুষ্টিয়ার সাবেক অধ্যাপক নেহাল উদ্দিন শেখের ইন্তেকাল

0 379

আমেরিকা প্রবাসী কুষ্টিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক নেহাল উদ্দিন শেখ ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি কুষ্টিয়ার টালিপাড়া নিবাসী।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।

এদিকে, তাঁর মৃত্যুতে কুষ্টিয়ার বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। তিনি শিক্ষকতা ছাড়াও সমাজ সেবায় বিশেষ ভূমিকা রেখে গেছেন। অধ্যাপক নেহাল উদ্দিন শেখের শেষ ইচ্ছা অনুযায়ী কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক মোহাম্মদ নেহাল উদ্দিন শেখ অবসর জীবন অতিবাহিত করছিলেন বস্টনে। তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১৯৫৯ সালে ৫ম স্থান অধিকার করেন। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টেন্সিতে মাষ্টার ডিগ্রী অর্জন করেন। সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন। তিনি এবং তাঁর সহধর্মিনী ২০০৫ সালে পবিত্র হজ্ব পালন করেন। তাঁর দুই ছেলে জয় এবং রিনেট স্বপরিবার বস্টনে বসবাস করেন। তাঁদের ৫ ভাই এবং ৪ বোনের সবাই স্বপরিবারে আমেরিকাতে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন। অধ্যাপক মোহাম্মদ নেহাল উদ্দিন শেখ কুষ্টিয়া সরকারী কলেজ, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ, খুলনা আজম খান কমার্স কলেজ এবং কুমিল্লা ভিক্টরিয়া কলেজে অধ্যাপনা করেন। নিউইয়র্কের পাবলিক স্কুলেও দীর্ঘ দিন টিচার হিসেবে চাকরী করেছেন।

১৯৯৪ সাল থেকে তিনি এবং সহধর্মিনী আমেরিকাতে বসবাস শুরু করেন। ছাত্র জীবনে স্বনামধন্য অভিনেতা মরহুম রাজু আহমেদ, বিশিষ্ট স্পেশালিষ্ট এফ আর সি এস ডাক্তার এস আর খাঁন, কুষ্টিয়া পৌরসভার চেয়ারম্যান বদরুদ্দৌজা চৌধুরী গামা তাঁর স্কুলের সহপাঠী ছিলেন।

সর্বশেষ খবর এবং আপডেটের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন। আপনি যেকোনো সময় বন্ধ করতে পারবেন।

Loading...

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান। হ্যাঁ, আমি সম্মতি দিচ্ছি। বিস্তারিত