সব খবর সবার আগে
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাতীয়

হ-য-ব-র-ল পরিবারের ‘বই-এর সাথে ফাগুনবরণ’

হ-য-ব-র-ল পরিবার বিগত কয়েক বছর যাবত সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে জনসেবামূলক কার্যক্রমও পরিচালনা করে আসছে। একই সাথে গ্রুপের সদস্যদের নিয়ে প্রতিবছরে সাংস্কৃতিক সন্ধ্যা, আবৃত্তি সন্ধ্যাসহ সুস্থ বিনোদনমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

0 348

এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ফাল্গুনবরণকে কেন্দ্র করে এবারের আয়োজন – গ্রুপের সদস্যদের এবং তাদের পরিচিত যাদের বই প্রকাশিত হয়েছে সেগুলোর পরিচিতিমূলক আলোচনা, ফাগুনবরণ এবং সাংস্কৃতিক সন্ধ্যা। গ্রুপের সদস্যরা অনেকেই দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে সক্রিয়; মূলত তারাই আয়োজনকে সাজিয়ে তুলবে।

৯ ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে অনুষ্ঠিত হয় “বই-এর সাথে ফাগুনবরণ”। এ দিন হ-য-ব-র-ল পরিবারের সদস্যদের বইমেলায় প্রকাশিত বইয়ের “বুক রিভিউ” অংশে রজত গোস্বামী, আনোয়ার হোসেন মুকুল, মনজুর মোরশেদ, অসীম হিমেল, সামিউল মাশুক,কেমন আতিক, মেরিনা সুলতানা এবং সামসাদ সুলতানা প্রকাশিত বইয়ের প্রদর্শনী ও অভিজ্ঞতা আলোচনা করা হয়। তাদের প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ, সামাজিক অবক্ষয় প্রতিরোধ, ভ্রমণ জীবনের গল্প, কর্পোরেট জীবনের গল্প, কৈশোরের দুরন্তপনা, প্যারাসাইকোলজি, দৈনন্দিন জীবনের দোলাচাল ফুটে উঠেছে।

লেখকদের প্রায় সকলেই বিভিন্ন পেশায় ব্যস্ত থাকার পরও সাংস্কৃতিক পরিমন্ডলে তাদের অবস্থান ধরে রেখেছেন। এ অনুষ্ঠানে গ্রুপের উদ্যোক্তা নুরুল হক সম্রাট ও রোমানা আহমেদ প্রতিকূলতা ছাপিয়ে সফলভাবে তাদের লক্ষ্যে পৌঁছানোর অভিজ্ঞতাও সবার সামনে তুলে ধরেন।

হ-য-ব-র-ল পরিবারের সদস্য মনিজা হোসেন, গণেশ মজুমদার, মমতাজ বেগম, আতিকা ইকরাম রহমাতুল্লাহ, মামুনুর রশিদ এবং লিপি ইসলামসহ আরো অনেকের অংশগ্রহণে আবৃত্তি ও গানসহ অন্যান্য বিষয়বস্তু নিয়ে সাজানো হয় সাংস্কৃতিক পর্ব।

গ্রুপের সদস্যরা মানবিক এবং সামাজিক কাজে বিভিন্ন সময় একযোগে অংশ নিয়ে থাকেন। কোভিড পরিস্থিতি, বন্যা, শীতকালীন দুর্যোগ এবং ভূমিকম্প ও যুদ্ধকালীন বিভিন্ন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের প্রেরিত দুর্যোগ সহায়তায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।

সর্বশেষ খবর এবং আপডেটের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন। আপনি যেকোনো সময় বন্ধ করতে পারবেন।

Loading...

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান। হ্যাঁ, আমি সম্মতি দিচ্ছি। বিস্তারিত