সব খবর সবার আগে
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাতীয়

গ্রাম থিয়েটার সম্মেলন ও সেলিম আল দীন উৎসব উদ্বোধন আজ

0 89

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ গ্রাম থিয়েটার ৪০ বছরপূর্তির সমাপনী উৎসব ও ৯ম জাতীয় সম্মেলন উদ্বোধন করা হবে আজ (শুক্রবার)।

সকাল ১১টায় দু’দিনব্যাপী এই উৎসব ও সম্মেলন উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধা ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ অধ্যাপক ড. অনুপম সেন এবং বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আবৃত্তিকার আহকাম উল্লাহ।

এই আয়োজনে নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে প্রবর্তিত পদক প্রদান করা হবে। এবার পদকের জন্য মনোনীত হয়েছেন পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সৈয়দ জামিল আহমেদ।

আধুনিক বাংলানাটক ও নাট্যকে আমূল বদলে যথাযথ স্রোতধারায় ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ গ্রাম থিয়েটারের রয়েছে অবিস্মরণীয় ভূমিকা। তাই ঐতিহ্যলালিত এই সংগঠনের উৎসব ও সম্মেলন সফল করতে নাট্যপ্রেমীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গ্রাম থিয়েটার ৯ম জাতীয় সম্মেলন প্রস্তুতি পর্বদ ১৪৩০ এর আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ এবং সদস্য সচিব তৌফিক হাসান ময়না।

বাংলাদেশ গ্রাম থিয়েটার ৪০ বছর সমাপনী উৎসব ও সেলিম আল দীন ৭৪ জয়ন্তী ১৪৩০ এর এবারের অনুষ্ঠানসূচিতে রয়েছে, উদ্বোধনী পর্ব: ০১ সকাল ১১ টা, জাতীয় নাট্যশালার বহিরাঙ্গন, উদ্বোধক : মুক্তিযোদ্ধা ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, শোভাযাত্রা সকাল ১১.২০ মিনিট, উদ্বোধনী পর্ব: ০২ দুপুর ১১.৪০ মিনিট, মূল মিলনায়তন, জাতীয় নাট্যশালা। উদ্বোধক প্রধান অতিথি মুক্তিযোদ্ধা ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ অধ্যাপক ড. অনুপম সেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, জাবি’র নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান। সভাপতিত্ব করবেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি : নাসির উদ্দীন ইউসুফ।

নাট্যাচার্য সেলিম আল দীন পদক ২০২১ ও ২০২৩ পদকপ্রাপ্ত প্রিয়জন পীযূষ বন্দ্যোপাধ্যায় [২০২১], পদকপ্রাপ্ত প্রিয়জন সৈয়দ জামিল আহমেদ [২০২৩]

কাউন্সিল অধিবেশন: ০১ দুপুর ২.৩০ মিনিট থেকে বিকেল ৫.৩০ মিনিট, মূল মিলনায়তন, জাতীয় নাট্যশালা। ঐতিহ্যবাহী পরিবেশনা সন্ধ্যা ৬ টায় হয়লা গান, পরিবেশনা, বরগুনা থিয়েটার, বরগুনা। সন্ধ্যা ৬.২৫ মিনিটে সান্তাল আদিবাসী নৃত্য পরিবেশনা, যুবা বাহা, তানোর, রাজশাহী। সন্ধ্যা ৬.৪০ মিনিটে বেহুলার ভাষান, পরিবেশনা, বিজয় থিয়েটার, মারিয়াকান্দি, বগুড়া। সন্ধ্যা ৭.০৫ মিনিটে মহুয়া, পরিবেশনা, পাঁচবিবি থিয়েটার, পাঁচবিবি, জয়পুরহাট।

১৯ আগস্ট বাংলাদেশ গ্রাম থিয়েটার ৪০ বছর সমাপনী উৎসবও সেলিম আল দীন ৭৪ জয়ন্তী ১৪৩০ এর কাউন্সিল অধিবেশন ০২ সকাল ১০টা থেকে দুপুর ১টা, মূল মিলনায়তন, জাতীয় নাট্যশালা। কাউন্সিল অধিবেশন: ০৩ দুপুর ২.৩০ মিনিট থেকে ৫টা, মূল মিলনায়তন, জাতীয় নাট্যশালা। সম্মেলন সমাপনী অধিবেশন কমিটি ঘোষণা ও পরিচিতি, ঢাকা ঘোষণা।

ঐতিহ্যবাহী পরিবেশনায় থাকছে, বিকেল ৫ টায় গম্ভীরা, পরিবেশনা: পদ্মা বড়াল থিয়েটার, চারঘাট, রাজশাহী। ৫.২০ মিনিটে ভাওয়াইয়া, পরিবেশনা: নাগেশ্বরী থিয়েটার, কুড়িগ্রাম, ৫.৪৫ মিনিটে ধামাইল, পরিবেশনা: পিয়াইন ধামাইল দল, দিরাই, সুনামগঞ্জ,  ৬.০৫ মিনিটে আলকাপ, পরিবেশনা: আলকাপ রঙ্গরস গ্রাম থিয়েটার, তানোর, রাজশাহী। ৬.২৫ মিনিটে ডন্ড নাচ, পরিবেশনা: প্রতীক থিয়েটার, দেউন্দি চা বাগান, হবিগঞ্জ। ৬.৫০ মিনিটে নদী, মাছ এবং একজন হরিশংকর, পরিবেশনা: প্যান্টোমাইম মুভমেন্ট, চট্টগ্রাম। এবং ৭ টায় লালনের গান, পরিবেশনা: ঝিনেদা থিয়েটার, ঝিনাইদ।

সর্বশেষ খবর এবং আপডেটের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন। আপনি যেকোনো সময় বন্ধ করতে পারবেন।

Loading...

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান। হ্যাঁ, আমি সম্মতি দিচ্ছি। বিস্তারিত