সব খবর সবার আগে
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বান্দরবান

বান্দরবানে নেপালী নাগরিককে মুক্তি

বান্দরবানে কারাবন্দি অম্বর থাপা বুড়া (৪০) নামের একজন নেপালি নাগরিককে মুক্তি দেয়া হয়েছে। ১২ ডিসেম্বর স্বদেশ প্রত‍্যাবাসনের নিমিত্তে মুক্তি দেওয়া হয় তাকে।

0 148

মঙ্গলবার (১২‌ডি‌সেম্বর) সকাল সাড়ে ১০টায় বান্দরবান কারা কর্তৃপক্ষ নেপাল দূতাবাসের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করেন।

নাইক্ষংছড়ি থানায় দায়ের করা অবৈধ অনুপ্রবেশ মামলায় চার মাসের সাজা ভোগের পর আদালতের রায়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

কারা কতৃপক্ষ জানিয়েছে, ওই বন্দির সাজার মেয়াদ শেষ হওয়ায় গত ১০ আগস্ট থেকে মুক্তিপ্রাপ্ত বন্দি (R.P) হিসেবে স্বদেশ প্রত্যাবাসনের অপেক্ষায় কারাগারে আটক ছিলেন।

এদিকে মুক্তিপ্রাপ্ত বন্দিকে নেপালের ২য় সেক্রেটারী মি: Yojana Bamjan এবং রাষ্ট্রদূতের সচিব Ms. Reya Seatry কারাগার থেকে সংশ্লিষ্ট বন্দিকে গ্রহণ করে স্বদেশ প্রত্যাবাসন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেল সুপার মো: জান্নাত-উল ফরহাদ।

উল্লেখ্য যে, এর আগে চলতি বছরের ২৮মার্চ অবৈধ অনুপ্রবেশের দায়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়।

সর্বশেষ খবর এবং আপডেটের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন। আপনি যেকোনো সময় বন্ধ করতে পারবেন।

Loading...

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান। হ্যাঁ, আমি সম্মতি দিচ্ছি। বিস্তারিত