সব খবর সবার আগে
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সারাদেশ

বান্দরবানে টেকসই ও পরিবেশ বান্ধব পর্যটন শিল্পের প্রসার শীর্ষক সেমিনার

টেকসই ও পরিবেশ বান্ধব পর্যটন শিল্পের প্রসারে করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হলো বান্দরবানে। গত সোমবার সকালে (২২ জানুয়ারি) বান্দরবান প্রেস ক্লাবের আয়োজনে ও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 258

বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মোঃ ওমর ফারুক রুবেল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইং সাইং উ নিনি, শিক্ষক উম্মে শিয়ামী শাহাতাজ, শিক্ষক চিং চি প্রু সুকি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুসা ফারুকী, সদস্য আবুল বছর সিদ্দিকী।

সেমিনারে বক্তারা বলেন পর্যটন প্রসারে বান্দরবানে অপার সম্ভাবনা থাকলেও সমন্বয়হীনতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে তা অনেকটাই পিছিয়ে যাচ্ছে। সমস্যার সমাধানে সব প্রতিষ্ঠানকে একসাথে কাজ করতে হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য বজায় রেখে বান্দরবানে কিভাবে টেকসই পর্যটন শিল্পের প্রসার করা যায় সে নিয়ে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে।

সর্বশেষ খবর এবং আপডেটের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন। আপনি যেকোনো সময় বন্ধ করতে পারবেন।

Loading...

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান। হ্যাঁ, আমি সম্মতি দিচ্ছি। বিস্তারিত