সব খবর সবার আগে
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সারাদেশ

আগামী সোমবার থেকে পর্যটকরা যেতে পারবেন দেবতাখুম

আগামী সোমবার (২২জানুয়ারী) থে‌কে বান্দরবা‌নে আগত সকল স্থানীয় ও বি‌দেশী পর্যটকরা রোয়াংছ‌ড়ির দেবতাখুম ভ্রমণ কর‌তে পার‌বেন। এর আগে ২০২৩ সা‌লের ১৪ জুলাই থে‌কে জ‌ঙ্গি অ‌ভিযা‌নের কার‌ণে রোয়াংছ‌ড়ি‌র দেবতাখু‌মে পর্যটক ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা দেয়া হ‌য়। বুধবার (১৭জানুয়ারী) বান্দরবান জেলা প্রশাস‌কের স্বাক্ষ‌রিত এক গণ‌বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে এ তথ‌্য পাওয়া গে‌ছে।

0 156

গণ‌বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, ‌গেল বছ‌রের ১৪ জুলাই তা‌রি‌খে জারীকৃত গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় বান্দরবান সেনানিবাসের ১৭ জানুয়ারি জিএস (ইন্ট) পত্রের আলোকে রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন এলাকায় পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা আগামী ২২ জানুয়ারি ২০২৪ তারিখ হতে প্রত্যাহার করা হলো। তবে পর্যটকদের দুর্গম এলাকায় যাওয়ার পূর্বে উপজেলা প্রশাসন থে‌কে আইন-শৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন কর‌তে হ‌বে। জনস্বা‌র্থে এ গণ‌বিজ্ঞ‌প্তি জা‌রি করা হ‌য়েছে।

বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোয়াংছড়ির দেবতাখু‌মে পর্যটক ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা প্রত‌্যাহার করায় বান্দরবান জেলায় পর্যটক ভ্রম‌ণে আর কোন নি‌ষেধাজ্ঞা রইলোনা।

সর্বশেষ খবর এবং আপডেটের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন। আপনি যেকোনো সময় বন্ধ করতে পারবেন।

Loading...

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান। হ্যাঁ, আমি সম্মতি দিচ্ছি। বিস্তারিত